• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০১:০২ পিএম
বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

বগুড়ার শাজাহানপুরে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন বাসচালক নাটোরের সিংড়ার বাসিন্দা ইউনুস আলী (৪০), গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫) পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) ও অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫) । বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে জেলার কুন্দুরহাট হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, “সোমবার সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকচালকসহ  বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।” 

Link copied!