• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

তাহিরপুরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৭:১৫ পিএম
তাহিরপুরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন
তাহিরপুরে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন। ছবি : সংবাদ প্রকাশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতল বাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে নির্বাচনী ক্যাম্প বন্ধ করে নেতাকর্মীরা চলে যান। রাত দেড়টার দিকে কে বা কারা যেন সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা দেখে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেন, “আমি এই এলাকায় থাকি না। আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এখানে এসে বিভিন্ন কাজ করেন। প্রতিপক্ষের লোকজন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে আমার নির্বাচন পরিচালনা কমিটি লিখিতভাবে অভিযোগ করবে।”

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে কেউই দেখেনি। ঘটনাটি তদন্তাধীন। 

Link copied!