• ঢাকা
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৬

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৯:৫৩ এএম
নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. রুবেল (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, বুধবার (৭ জুন) রাত পৌনে ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী র‍্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।

রুবেল উপজেলার ভবভ্রদি গ্রামের মৃত নজির আহমদের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১২ জুলাই রুবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। পরে রুবেল ওই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে। 

Link copied!