• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

এডিস মশা নিধন করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৪:০০ পিএম
এডিস মশা নিধন করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

এশিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগী অনেক বেড়ে গেছে, বাংলাদেশেও বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “আপনারা জানেন এডিস মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়। আর এ কারণে এডিস মশা নিধন করতে হবে।”

শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দেশে দুই শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ রোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।”  

জাহিদ মালেক বলেন, “সারা বিশ্ব যখন দুর্যোগের মধ্যে, ঠিক ওই সময় দেশের মানুষের দুর্যোগ বাড়াতে চাচ্ছে বিএনপি-জামায়াত। সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু ওই দুই দল কারও পাশে দাঁড়ায়নি।”

তিনি আরও বলেন, “আমরা সেই ধরনের দল চাই না যারা গ্রেনেড হামলা করে, যারা সারা দেশে সিরিজ বোমা হামলা চালায়, যারা অগ্নি-সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে মারে।”

Link copied!