• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কবরস্থানের পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিলেন অপহৃত আ.লীগ নেতা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৩:৫৪ পিএম
কবরস্থানের পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিলেন অপহৃত আ.লীগ নেতা
আওয়ামী লীগ নেতা শাহ্ আলম সরকার

অপহরণের দুইদিন পর টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের পাশ থেকে শাহ্ আলম সরকার (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা কবরস্থানের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।  

শাহ্ আলম সরকার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকার (মন্টুর) ছেলে। তিনি লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকের মালিক।

প্রত্যক্ষদর্শী ছাব্বিশা গ্রামের রায়হান তালুকদার রাসেল বলেন, “ভোরে বাড়ি থেকে বের হয়ে দেখি কবরস্থানের পাশে লোকজন ভিড় করে আছেন। কাছে গিয়ে দেখি এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ৯৯৯- এ কল করলে পুলিশ উদ্ধার করতে না এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।”

রায়হান তালুকদার আরও বলেন, “পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। পরে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে তার স্বজনদের খবর দিলে তারা এসে শাহ্ আলম সরকারকে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে যান।”

শাহ্ আলমের বরাত দিয়ে তার চাচাতো ভাই ওমর ফারুক বলেন, “গত রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইলের নিজ বাসা থেকে ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে আসার জন্য রওনা হন তিনি। পরে তাকে পেছন থেকে বেশ কয়েকজন লোক চোখ বেঁধে অপহরণ করে এবং অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হাত-পা বাঁধাসহ অচেতন অবস্থায় ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।“

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় কাউকে উদ্ধার এবং ৯৯৯-কল করে থানা পুলিশের সহযোগিতা চাওয়ার বিষয়টি জানা নেই। 

Link copied!