বরগুনায় ছেলে বশির হাওলাদারের (৪৮) মরদেহ দেখে শোকে মৃত্যুবরণ করেছেন আনছার আলী হাওলাদার (৮৫) নামের এক বৃদ্ধ।
শনিবার (১৩ জানুয়ারি) বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত হন মো. বশির হাওলাদার। পরে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৩টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বশিরের মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে বাবা মো. আনছার আলী হাওলাদার (৮৫) তা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে আসরের নামাজের পর একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য এইচ এম ইদ্রিস বলেন, “বশির হাওলাদার দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজকে ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন মৃত বশির হাওলাদারের বাবা আনছার আলী হাওলাদার। অসুস্থ হয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনিও নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”









-20251202140112.jpg)






























