• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

চার লেন সড়ক বাস্তবায়নে মুখোমুখি দুই পক্ষ


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:৪২ পিএম
চার লেন সড়ক বাস্তবায়নে মুখোমুখি দুই পক্ষ

নড়াইল শহর দিয়ে প্রস্তাবিত চার লেন সড়ক বাস্তবায়ন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ করে।

চার লেনের বিপক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান নেতৃত্বে স্থানীয় কিছু ব্যবসায়ী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সাধারণ জনতা নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের প্রস্তুতি নেয়। এ সময় মো. ওয়াহিদুজ্জামানের গাড়ির গ্লাস ভাঙচুর করেন বিরোধী পক্ষ।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপর দিকে আরেকটি বিক্ষোভ মিছিল রূপগঞ্জ চৌরাস্তায় অবস্থান নেয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আশরাফুজ্জামান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নড়াইল শহরের মধ্য দিয়ে ১৭৯ কোটি টাকা ব্যয়ে চার লেন সড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন হয়। এতে শহরের কয়েকটি মার্কেট ভাঙা পড়বে এই আশঙ্কায় ব্যবসায়ীদের একটি অংশ চার লেন রাস্তার বিরোধিতা করে আসছেন। এর মধ্যে সড়কের জায়গায় তৈরি যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামানের একটি মার্কেটও রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!