• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্ত্রীকে কোপানোর পর স্বামীর বিষপানে আত্মহত্যা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৪:৪৩ পিএম
স্ত্রীকে কোপানোর পর স্বামীর বিষপানে আত্মহত্যা

নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখমের পর স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে স্বামী হাসান আলীর মনোমালিন্য চলছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে দুজনের মধ্যে আবার কথা-কাটাকটি হয়। পরে স্বামী হাসান আলী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যান। স্থানীয় লোকজন রাশিদার চিৎকারে শুনে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় দুপুর ১২টার দিকে হাসান আলী পাশের একটি শিমুল বাগানে বিষপান করে অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকেও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলীর মৃত্যু হয়।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জানানো হবে। রাশিদা বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!