• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় অটোরিকশা চালক কারাগারে


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৫:৩৮ পিএম
স্কুলছাত্রীকে উত্যক্ত করায় অটোরিকশা চালক কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে সিএনজিচালিত এক অটোরিকশা চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত  ব্যক্তির নাম বেলাল হোসেন (২৪)। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বেলাল বসুরহাট বাজার দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। রোববার দুপুরে উত্যক্ত করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।”

Link copied!