• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

অভিযানের খবরে ৫০০ টাকার তরমুজ ২৮০ টাকায় বিক্রি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৯:১৪ পিএম
অভিযানের খবরে ৫০০ টাকার তরমুজ ২৮০ টাকায় বিক্রি

ফরিদপুরে তরমুজের আড়ত ও খুচরা দোকানে হঠাৎ অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ মার্চ) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী জেলা শহরের নিউমার্কেট ও টেপাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে আগে ৫০০ টাকায় বিক্রি করতে থাকা তরমুজ হঠাৎ ২৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এছাড়া ৪০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা।

অভিযানের সময় দাম বেশি রাখা এবং ক্রয় ভাউচার না দেখাতে পারায় মেসার্স আলম ফল ভান্ডারকে ৩ হাজর টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, “তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

Link copied!