যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের হোটেলের ভেতর ঢুকে গেছে কাভার্ড ভ্যান। এই ঘটনায় সাত বছরের এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহতও হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ব্যাগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনিরামপুর উপজেলার টুনিঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০) ও তার ছেলে তাহসিব হোসেন (৭), একই গ্রামের শামসুর রহমান (৫৫) ও তার ভাইপো তৌহিদুর রহমান (৩৮) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে ধাক্কা দেয়। এতে চায়ের দোকান ও হোটেলে নাশতা করতে আসা লোকজন, পথচারীসহ পাঁচজন মারা যান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত ১০টি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন প্রাণ হারান।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার জানান, কাভার্ড ভ্যানের চালক পলাতক। দুর্ঘটনায় পাঁচজন নিহত ছাড়াও আরও পাঁচজন আহত হয়েছেন।