• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

৪০০ কেজি জাটকা পাঠানো হলো এতিমখানায়


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০২:৪৯ পিএম
৪০০ কেজি জাটকা পাঠানো হলো এতিমখানায়

শরীয়তপুরের গোসাইরহাটে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা। এসময় ৬ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

শনিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া গ্রামের মেঘনার নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বরিশাল জেলার হিজলা থানার আব্দুর রশিদ মাঝির ছেলে শরীফ মাঝি, আবুল হোসেন মাঝির ছেলে শাহিন মাঝি, মুকবুল আহমেদ সরদারের ছেলে আনিছ সরদার এবং ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের আবু তাহের ডাক্তারের ছেলে মো. সাগর। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক।

নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম সংবাদ প্রকাশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০০ কেজি জাটকা ইলিশসহ ৬ জনকে আটক করে নৌ পুলিশ। এদের মধ্যে দুইজনের বয়স কম হওয়ায় তাদের মুচলেকা নেওয়া হবে। বাকিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাকটা ইলিশ মাছ নিধনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Link copied!