• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১০:০২ এএম
ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে মানরাখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয় যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।

ওসি আব্দুর রউফ সরকার আরও জানান, পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনাকবলিত স্থানীয় যানটিতে থাকা আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

Link copied!