• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষক বরখাস্ত


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১২:৩৪ পিএম
ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষক বরখাস্ত

বরগুনায় মঞ্জুরুল আলম হানিফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে বরখাস্ত করে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে বামনা উপজেলার রামনা ইউনিয়নের শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম হানিফ রামনা শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক। ভুক্তভোগী ছাত্রীও একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।

এ বিষয়ে প্রধান শিক্ষক জাকির হোসেন সংবাদ প্রকাশকে বলেন, “অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম হানিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জাকির হোসেন আরও জানান, সহকারী প্রধান শিক্ষক রিয়াজ খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত ১৯ জুলাই রামনা শেরে-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ‍্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলম হানিফ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে বিদ্যালয়ের একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর ৩০ হাজার টাকার বিনিময়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি রফাদফা করার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!