আসন্ন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর আয়োজকরা জানিয়েছেন, নারী নির্মাতা বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে পাঁচ আন্তর্জাতিক বিচারকের। এ বছরের প্যানেলে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, যিনি অন্য চার দেশের সৃজনশীল ব্যক্তিত্বদের সঙ্গে এই বিভাগে চলচ্চিত্র মূল্যায়ন করবেন।
নারী নির্মাতা বিভাগে শুধুমাত্র নারী নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এখানে সেরা ডকুমেন্টারি, সেরা ফিকশন ও সেরা পরিচালক নির্বাচিত হয় স্বাধীন জুরি বোর্ডের মাধ্যমে।
অন্য বিচারকদের মধ্যে রয়েছেন আলেকজান্দ্রা মার্কোভিচ (যুক্তরাজ্য), রোনাক তাহের (ইরানি–অস্ট্রেলীয়), জেরাল্ডিন ভিলামিল (ফিলিপাইন) এবং ম্যারিয়ন স্ট্যান্ডেফার (ফ্রান্স)। আয়োজকরা জানিয়েছেন, প্যানেলটি বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি ও অভিজ্ঞতার সমন্বয়, যা নারী নির্মাতাদের কাজের মূল্যায়নে বৈচিত্র্য যোগ করবে।
এবারও অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘টুয়েলভথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা ২০২৬’, যা ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা ও গবেষক অংশ নেবেন।

































