• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

পরমাণু গবেষণার নির্মাণাধীন ভবন ধসে আহত ১৫


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০৯:৫৯ পিএম
পরমাণু গবেষণার নির্মাণাধীন ভবন ধসে আহত ১৫

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে সাভারের ধামসোনা ইউনিয়নের গণকবাড়ি এলাকায় অবস্থিত পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখি ১০তলা ছাদের অধিকাংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছে। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, “আমাদের প্রতিষ্ঠানের মেডিকেল ইনিস্টিটিউট প্রকল্পের একটি ভবনের ছাদ ধসে পড়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং পরিদর্শন শেষে বিস্তারিত আরও জানানো হবে।”

Link copied!