• ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

অতিরিক্ত মদপানে ৪ জনের মৃত্যু


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:১৮ এএম
অতিরিক্ত মদপানে ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চারজন মারা গেছেন। স্থানীয় লোকজনের বরাতে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, অতিরিক্ত মদপানে মারা গেছেন তারা। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে মৃত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, তারা সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

মৃত ব্যক্তিরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এ ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টঙ্গিবাড়ী থানার ওসি বলেন, চারজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।

Link copied!