• ঢাকা
  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইঞ্জিন থেকে ১৮ বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন বন্ধ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৪৫ এএম
ইঞ্জিন থেকে ১৮ বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন বন্ধ
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে  চট্টগ্রামের পটিয়ার এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি কক্সবাজার থেকে ৯০০ যাত্রী নিয়ে ছেড়ে আসে বলে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। ট্রেনটি চট্টগ্রামে নিয়ে আসা হবে, পরে তা ঢাকায় যাবে।

দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান পটিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার রাশেদুল আলম। তিনি জানান, চন্দনাইশের দোহাজারী অতিক্রম করে পটিয়ায় প্রবেশের সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার ভেঙে যায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!