• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৪:০৪ এএম
ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ মহাসড়ক অবরোধ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মসিংহ মহাসড়কে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

প্রায় দুই ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশের সড়কে যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। এরপর কর্মসূচি সমাপ্তি করেন গণ অধিকার পরিষদ। তবে শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন নেতাকর্মীরা।

এদিকে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

Link copied!