• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৪:৫৬ পিএম
ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলাবার বেলা ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০) ও সবুজ মিয়ার ১৯ মাসের শিশুকন্যা সায়মা।

এ ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন তিনজন নিহত হওয়ার বিষটি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

Link copied!