• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

লালমনিরহাটে জাতীয় পাটির অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৫, ০১:৩৬ পিএম
লালমনিরহাটে জাতীয় পাটির অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১মে) রাতে শহরের বিডিআর রোডে জাতীয় পাটির জেলা কার্যলয়ে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ মাথায় হেলমেট পড়া ৪-৫টি মোটরসাইকেলযোগে ৮-১০ জন এসে পার্টি অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশন করে। পরে তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরে যায় অফিস কক্ষের সোফা সেট ও প্লাস্টিকের শতাধিক চেয়ার। এসময় লুট করা হয় এলইডি টিভি ও আলমারিতে থাকা জিনিসপত্র। 

লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে গেছে।”

জাতীয় পাটির আহ্বায়ক জাহিদ হাসান লিমন বলেন, “বিনা কারণে ও উষ্কানিতে রাতে কেউ না থাকার সুযোগে জেলা জাতীয় পাটির অফিসে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসে একাধিকবার খবর দিলেও তারা আগুন নেভাতে আসেনি। থানায় খবর দেওয়া হয়েছে। কিন্তু থানা পুলিশ ইচ্ছে করেই দেরিতে এসেছে। আমরা এর সঠিক তদন্তপূর্বক জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”

Link copied!