পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে সুলতানি আমলের ঈদ আনন্দ মিছিল বের হয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে হাতি, ঘোড়া, টমটম নিয়ে ঈদ আনন্দ মিছিলে যোগ দেয় বিপুল সংখ্যক মানুষ। মিছিলটি পৌর সদর সহ আশপাশের এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়ারা এমন আয়োজন প্রতি বছর চাচ্ছেন। তারা বলছে, এ মিছিলে ঈদের আনন্দ আরও বেড়ে যায়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, “আমাদের উদ্দেশ্য হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোও ফিরিয়ে আনা। এ ঈদ আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।”
মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইফতেখার আলম আসাদ, বৈষম্যবিরোধী আন্দোলন বেলকুচির ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































