• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেরপুরে মাদকসহ গ্রেপ্তার ১


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৬:০৭ পিএম
শেরপুরে মাদকসহ গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা পৌরশহরের দক্ষিন বাজার এলাকায় নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমন একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নজরুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ইমনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

Link copied!