• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

২১ আগস্ট হামলায় জড়িতদের বিচার দাবি


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০১:৫৩ পিএম
২১ আগস্ট হামলায় জড়িতদের বিচার দাবি

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনাল এলাকায় তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।

বক্তারা বলেন, “একুশে আগস্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষ মদদে হলেও তাদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচার দাবি জানাচ্ছি আমরা।”

Link copied!