ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচিত এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, “ভোরের দিকে আমরা নারীর মরদেহ উদ্ধার করি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।”
সাজ্জাদ করিম আরও বলেন, “সিসি ক্যামেরার ভিডিও দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তবে ওই নারীর নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।”




































