সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১০০ ভরি ওজনের ১০ পিস সোনার বারসহ এক চোরাকাবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কলারোয়া সীমান্তের ব্রজবাক্স বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ব্রজবাক্স বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে মনিরুল ইসলাম নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০ গ্রাম)। জব্দকৃত সোনার বারের মূল্য ৭৩ লাখ টাকা।
লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ আরও জানান, আটক চোরাকারবারিকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।








-20251226075252.jpeg)







-20251225102258.jpg)





















