• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

সিলেটে পূজামণ্ডপে হামলার ঘটনায় আটক ১২


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৫:৩৪ পিএম
সিলেটে পূজামণ্ডপে হামলার ঘটনায় আটক ১২

সিলেটে নগরের জালালাবাদের হাওলাদার পাড়া এলাকায় শারদীয় দুর্গাপূজা চলাকালে ভাটিবাংলা পূজামণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১২ আসামিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের জালালীয়া, নতুনবাজার, আখালিয়া বড়বাড়ী ও মোহাম্মদীয়া আবাসিক এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার রাতে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আইনে মামলা দায়ের করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামাল আহমদ। মামলার এজাহারে ৪২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খাঁন বলেন, মণ্ডপের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। আটকদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা চলাকালে গত শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে নগরের হাওলাদার পাড়াস্থ ভাটিবাংলা পূজামণ্ডপের নিরাপত্তায় থাকা স্বেচ্ছাসেবক দলের কর্মী ও নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে ও হামলার চেষ্টা চালায়। হামলায় পূজা আয়োজক কমিটির দুই সদস্য আহত হন।

Link copied!