• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

সাড়ে ৩৪ টাকার ইনজেকশানের দাম ৩৫০


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০৯:২২ পিএম
সাড়ে ৩৪ টাকার ইনজেকশানের দাম ৩৫০

ফেনীতে আলকেমী হাসপাতালের ফার্মেসিতে সাড়ে ৩৪ টাকার ইনজেকশান ৩৫০ টাকায় বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

শনিবার বিকালে ফেনীর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চড়াদামে ইনজেকশন বিক্রির দায়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন তিনি।

সোহেল চাকমা জানান, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ফেনী শহরের আলকেমী হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ভুক্তভোগী থেকে পাওয়া একটি মেমোতে দেখা যায় ওই ফার্মেসি থেকে ক্রয়কৃত জি-পেথিডিন নামক ইনজেকশানের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। প্রকৃত পক্ষে ওই ইনজেকশানের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে সাড়ে ৩৪ টাকা। ভোক্তার অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্তসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!