• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সাদুল্লাপুরে নতুন ইউএনও রোকসানা বেগমের যোগদান


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৯:১৬ এএম
সাদুল্লাপুরে নতুন ইউএনও রোকসানা বেগমের যোগদান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. রোকসানা বেগম। তিনি বিদায়ী ইউএনও মো. নবীনেওয়াজ সেখ মিটুলের স্থলাভিষিক্ত হয়েছেন। 

রোববার (৮ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে রোকসানা বেগম ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। একই অনুষ্ঠানে ইউএনও নবীনেওয়াজ সেখ মিটুলকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

রোকসানা বেগম বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় অংশ নিয়ে কর্মকাল শুরু করেন।

নবাগত ইউএনও রোকসানা বেগম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া রংপুরের মিঠাপুকুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। রোকসানা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমানের মেয়ে। 

বিসিএসের ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রোকসানা বেগম গত ২ আগস্ট গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত রোকসানা বেগমের স্বামী বাবলুর রশীদ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দাম্পত্য জীবনে তাদের ১১ বছরের এক মেয়ে রয়েছে।

বিদায়ী ইউএনও মো. নবীনেওয়াজ সেখ মিটুল পদায়ন পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কুড়িগ্রাম জেলায় যোগদান করবেন। তিনি গত দুই বছরে সাদুল্লাপুর উপজেলায় সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

Link copied!