একটি বেসরকারি চ্যানেলে সাংবাদিক পরিচয়ে মোবাইল ফোনে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ আগস্ট) সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম জানান, সম্প্রতি বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘর নির্মাণে অনিয়ম হয়েছে, এমন সংবাদ প্রচার করা হবে জানিয়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে টাকা দাবি করতেন সাইফুল ইসলাম। ৩১ জুলাই বাগেরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ অনুসন্ধানে নেমে প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। তিনি ইসলাম ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত রায়গঞ্জের উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগসহ তিনটি মামলা রয়েছে।