• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৮ জন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:০২ এএম
সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৮ জন গ্রেপ্তার

রূপগঞ্জের কারখানায় আগুনের ঘটনার মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবন মালিক নিখোঁজ থাকলেও হাসেম গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কেউ যদি সামান্যতম এ ঘটনায় ভুলভ্রান্তি করে তাহলে আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। এরইমধ্যে তদন্ত টিম গঠন করা হয়েছে। নির্মাণ ত্রুটি ও শ্রমিক পরিচালনার ত্রুটি আছে কিনা এগুলো তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর সব কিছু জানানো হবে।"

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফ্যাক্টরিতে আগুন লাগে। এ ঘটনায় ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও উদ্ধার কাজ চলছে। ঘটনার তৃতীয় দিন শনিবার (১০ জুলাই) ভবনটির পাঁচ ও ছয়তলায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসে সদস্যরা।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কাজ শেষ হলেই তদন্ত শুরু হবে।

এদিকে সকাল থেকে অগ্নিকাণ্ডে মৃতদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গ। দুপুর ১২টা পর্যন্ত ২৭ জনের মরদেহ শনাক্ত করতে ৩৭ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়।

Link copied!