• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শেরপুরের সোহাগপুর গণহত্যা দিবস আজ


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১০:৫৫ এএম
শেরপুরের সোহাগপুর গণহত্যা দিবস আজ

আজ শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ জুলাই মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও এ দেশীয় দোসররা সোহাগপুর গ্রামের মানুষের ওপর তাণ্ডব চালিয়ে নির্বিচারে গুলি করে ১৮৭ জন নিরীহ মানুষকে হত্যা করে। পাশবিক নির্যাতন চালায় ১২ গৃহবধূর ওপর। 

বর্তমান সরকারের সময়ে সোহাগপুরের নির্যাতিতারা বীরাঙ্গনার স্বীকৃতি পেয়েছেন। আর বিধবারা পেয়েছেন ২৯টি পাকা ঘর। 

৩৭ জন বিধবার মধ্যে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। বেঁচে আছেন ২৩ জন বিধবা।

প্রতি বছরের মত এবারো দিনটি স্মরণ করে রাখার জন্য স্মৃতিস্তম্ভের সামনে শহীদ বেদীতে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন বীরাঙ্গনা ও শহীদ পরিবারের সদস্যরা।

সোহাগপুরে গণহত্যার দায়েই জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি হয়।

Link copied!