• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১১:১২ এএম
ময়মনসিংহ মেডিকেলে আরও ১৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে আরও ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র  ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), নেত্রকোনা বারহাট্টার মালেকা (৭২) এবং জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২)।

অন্যদিকে উগসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), সুফিয়া জামান (৭০), ফুলপুরের সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), নেত্রকোনার রোবিউল (৮০), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুরের আব্দুল খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০), মধুপুরের জহর আলী (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, এখন পর্যন্ত হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ করোনা ইউনিটে মোটে ৪৭২ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট ৪৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Link copied!