• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ময়মনসিংহে প্রথম দিনে ৩০০ মামলায় ৩ লাখ টাকা জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৩৩ এএম
ময়মনসিংহে প্রথম দিনে ৩০০ মামলায় ৩ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ নগরী ও জেলার ১৩টি উপজেলায় বিধিনিষেধ না মানায় প্রথম দিনে প্রায় ৩০০ মামলায় ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে, কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। তিনি জানান, সকাল সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহর ও উপজেলাগুলোতে মোট ৫২ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৩০০ মামলায় তিন লাখ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে সর্বত্র। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

লকডাউনে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে সকাল থেকে মাঠে ছিলেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা। সকালে নগরীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক উপস্থিত ছিলেন।

Link copied!