মানিকগঞ্জের সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকায় নিজের বাড়ির ছাদে গোপনে গাজা গাছের চাষ করে আসছিলেন মো. আবু সাঈদ (৩২) নামের এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি। অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেপ্তার করে র্যাব-৪-এর একটি টিম। রাত ৮টার দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. আবু সাঈদ উপজেলার পূর্ব দাশড়া এলাকার মো. মীর আলীর ছেলে।
লে. কমান্ডার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৪ এর একটি টিম। অভিযানে সাঈদের বাসার ছাদ থেকে ৫২টি গাজার গাছসহ তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, অভিযুক্ত আবু সাঈদ দীর্ঘদিন ধরে তার নিজ বাসার ছাদে গাজা গাছের চাষ ও ব্যবসা করে আসছিলেন। তিনি একজন পেশাদার মাদক কারবারি। সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।