• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

বঙ্গোপসাগরে জাহাজ ডুবে নিখোঁজ ১২ নাবিক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০২:৫২ পিএম
বঙ্গোপসাগরে জাহাজ ডুবে নিখোঁজ ১২ নাবিক

নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লাবোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ১২ জন নাবিক নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল মোমিন আরও জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজডুবির ঘটনা ঘটে। এটি সন্দ্বীপ-হাতিয়ার মধ্যে পড়ে। তবে ঠিক কখন এই জাহাজডুবির ঘটনা ঘটে, এ ব্যাপারে কেউ সঠিক কোনো তথ্য জানাতে পারেনি। 

ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। এছাড়া কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোররাতের দিকে এ জাহাজডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি এবং ডুবে যাওয়া জাহাজের সন্ধান মেলেনি।

Link copied!