• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শ্রমিক হত্যা, আটক ১


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৫:৪৮ পিএম
পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শ্রমিক হত্যা, আটক ১

গাজীপুরে শ্রীপুরের একটি টেক্সটাইল কারখানায় পায়ুপথে হাওয়া ঢুকিয়ে এক শ্রমিক হত্যার অভিযোগে তার সহকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) সকালে শ্রীপুরের আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত অপসু (১৯) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পূর্ব শিয়ালদী এলাকার পলাশের ছেলে ও শ্রীপুরের আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানার শ্রমিক। এছাড়া আটক রাজু (১৫) দিনাজপুরের ফুলবাড়িয়া থানার মাধ্যমপাড়া এলাকার জোনাব আলীর ছেলে। তারা একে অপরের সহকর্মী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, “সকালে দুই সহকর্মী কারখানার ফ্লোর পরিষ্কারের কাজ শুরু করে। এ সময় পাইপে সজোরে বায়ু প্রয়োগ করে ময়লা পরিষ্কারের সময় কারখানার ভেতরে অপসু মজার ছলে রাজুর পায়ু দিয়ে বায়ুপ্রবাহের চেষ্টা করে। কিন্তু তা প্রতিহত করে রাজু তখন অপসুকে ধরে জোর করে তার পায়ুপথে বায়ুপ্রবাহের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে অপসু অসুস্থ হয়ে পড়ে।”

পরে ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসলে ভুক্তভোগীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় বলে জানান ওসি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!