• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৭:০৯ পিএম
পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইসলাম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে পৌর এলাকার সাতাগাড়ীতে এ ঘটনা ঘটে।

ইসলামের পরিবার জানান, পুত্রবধূ ও নাতিদের সঙ্গে বিকেলে পুকুরে গোসল করতে যান ইসলাম উদ্দিন। এ সময় পানিতে ডুবে গেলে স্থানীয়দের সহযোগিতার তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Link copied!