• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নড়াইলে শুরু হচ্ছে ইউনিয়ন পর্যায়ের টিকাদান


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৩:২১ পিএম
নড়াইলে শুরু হচ্ছে ইউনিয়ন পর্যায়ের টিকাদান

চীনের সিনোফার্ম কোম্পানির ১৬ হাজার ডোজ টিকা দিয়ে শুরু হচ্ছে নড়াইলে ৩৯ ইউনিয়ন ও ৩ পৌরসভায় টিকা প্রদান কার্যক্রম। ৪ আগস্ট বিকালে সিনোফার্মের ১৬ হাজার ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য ৮ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে।

বুধবার (৪ আগস্ট) সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, প্রথমদিনে ৩টি উপজেলায় মোট ৪৭টি স্থানে টিকা প্রদান শুরু হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৩টি কেন্দ্রের জন্য ৫ হাজার ৪০০, নড়াইল পৌরসভায় ৯টি কেন্দ্রে ১ হাজার, কালিয়া উপজেলায় ১৩টি কেন্দ্রে  ৪ হাজার ৮০০, লোহাগড়া উপজেলার ১২ কেন্দ্রে ৪ হাজার ৮০০ ডোজ করে করে ভ্যাকসিন পাঠানো হবে।

এ দিকে আস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে জেলার যে ৭ হাজার জন বাকি ছিলেন, তাদের মাঝেও খুব দ্রুতই টিকা দান শুরু হবে। 

বুধবারের টিকার চালানসহ এ পর্যন্ত জেলায় ৬২ হাজার অ্যাস্ট্রাজেনেকা ও ৪০ হাজার ৮০০ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন জেলায় এসেছে। 

সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, গড়ে প্রতিটি কেন্দ্রে ৪০০ টিকা দিয়ে ক্যাম্পেইন শুরু হবে। পরে আরো টিকা প্রাপ্তি সাপেক্ষে টিকাদান কর্মসূচী চলমান থাকবে। 
 

Link copied!