• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

নদীভাঙনে বিলীনের পথে ভাটিয়াপাড়া বাজার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:১২ পিএম
নদীভাঙনে বিলীনের পথে ভাটিয়াপাড়া বাজার

মধুমতি নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজার। শুক্রবার সকাল থেকে নদীভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২০-৩০টি দোকান। হুমকিতে রয়েছে কয়েক শ দোকানপাট।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, ভাটিয়াপাড়া বাজারের শ্মশানের মিষ্টির দোকান ও আলতাফ শরীফের ফলের দোকান চোখের সামনে নিমেষেই বিলীন হয়ে যায়। এ সময় চেষ্টা চলছে আশপাশের দোকানগুলোর মালপত্র সরিয়ে নেওয়ার অক্লান্ত পরিশ্রম। হুমকিতে রয়েছে আরও কয়েক শ দোকান।

একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রুত এই নদীভাঙন ঠেকানো না গেল ভাটিয়াপাড়া বাজারের অস্তিত্ব আর খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। 

গোপালগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মীর শাহীনুর রহমান বলেন, নদীভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানোর প্রস্তুতি চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জিও ব্যাগ ফেলানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। 

Link copied!