চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমি বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে স্কুল প্রাঙ্গণে দুর্বৃত্তরা ঢুকে প্রকাশ্যে মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি।
চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে মাহাবুবুর রহমান তপুকে গত রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর দিন সোমবার (৮ নভেম্বর) সকালে তপুর মেজো ভাই আলিহীম মাসুদ সাতজনের নাম উল্লেখসহ মোট ১০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এর মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, স্কুলছাত্র তপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ভাই। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২-৩ জনকে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত হয়েছে।




































