জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আকবরশাহ থানা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় দরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। আকবরশাহ থানা শ্রমিক লীগের সভাপতি জমীরউদ্দিন মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, নুরুল কবির, আকবরশাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর জব্বার, যুগ্মসাধারণ সম্পাদক সাহাবউদ্দীন জাহেদ, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সদস্য জামাল উদ্দীন তারেক, নুরুল হক, এরফান আলী, মো. আলাউদ্দীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, শাহাজান, মনিরুল ইসলাম, হুমায়ন কবির, মো. হারুন, সুমন, ফজলুল হক, বেলাল, নারী নেত্রী পারভীন আক্তার, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দীন তুহিন, সাধারণ সম্পাদক আফসার উদ্দীন, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মুমিনুল হক, সাধারণ সম্পাদক ফারহান, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজিব, থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন রিয়াজ, রাজু আহমেদ প্রমুখ।