• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৯:৩১ এএম
ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে ছিনতাই মামলার আসামি ছাত্রলীগ নেতা জুবের খানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯-এর গণমাধ্যম শাখা।

জুবের খান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরের রায়নগর রাজবাড়ি এলাকার আকরাম খানের ছেলে।

র‌্যাব জানায়, রোববার (২২ আগস্ট) রাত ১১টায় নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বাধীন র‌্যাবের একটি দল। অভিযানে শাহপরাণ থানায় দায়েরকৃত ছিনতাই ও মারামারির মামলার প্রধান আসামি জুবের খানকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ আগস্ট বৃহস্পতিবার নগরের টিবি গট ইউনিট ছাত্রলীগের সোহেব ও আবির গ্রুপের সমর্থক ওবায়দুল হক শাহীকে হত্যাচেষ্টাসহ তার সঙ্গে থাকা মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহপরান থানায় জুবের খানকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন শাহী ঈদগাহ এলাকার রুহুল আমিনের ছেলে নাজমুল হোসেন আরমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জুবেরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

Link copied!