চুয়াডাঙ্গায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৮ জন। এদিন ৪৬৩ জনের নমুনা পরীক্ষার রির্পোটে আরও ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন পাঁচ হাজার ১৬৫ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম সত্যতা নিশ্চিত করে জানান, ৪৬৩জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, আলমডাঙ্গা উপজেলার ২৫ জন, দামুড়হুদা উপজেলার ১৬ জন ও জীবননগর উপজেলার ৯জন রয়েছে।
আরএমও আরও জানান, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের করোনা ইউনিটে ধারণক্ষমতার থেকে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।