• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চট্টগ্রামে জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ১০:১৭ এএম
চট্টগ্রামে জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক

চট্টগ্রামে ‘সরকারবিরোধী’ গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। কঠোর লকডাউনেও গোপনে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল জামায়াতের নেতা-কর্মীরা।   

সোমবার (২৬ জুলাই) রাত ১২টার দিকে চান্দগাঁও থানার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের অদুরপাড়ার একটি ভবন থেকে তাদের আটক করা হয়। 

আটক ১৯ জনের মধ্যে জামায়াত ইসলামীর চান্দগাঁও (উত্তর) ইউনিটের আমির হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুলমাল সম্পাদক এস্কান্দারসহ কয়েকজন দায়িত্বশীল নেতা আছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অদুরপাড়ার একটি ভবন থেকে সরকারবিরোধী গোপন বৈঠকের সময় জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!