কুমিল্লার দাউদকান্দিতে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি শেরপুর জেলায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। রাতে জানতে পারি, টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলে জানান ওসি।
জহুরুল হক আরও বলেন, “জাহাঙ্গীর আলম এখানে প্রায় ৭-৮ বছর কর্মরত ছিলেন। তার এভাবে চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক।”




































