• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

খালেদা জিয়াকে ‘উন্নয়নের কারিগর’ বলে বহিষ্কার আ. লীগ নেতা


যশোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ১০:০৫ এএম
খালেদা জিয়াকে ‘উন্নয়নের কারিগর’ বলে বহিষ্কার আ. লীগ নেতা

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলে দলীয় পদ হারিয়েছেন আবদুল হাই নামের এক আওয়ামী লীগ নেতা। আবদুল হাই যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।  

সোমবার (২৮ মার্চ) মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবসে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই বক্তব্য দেওয়ার সময় মুখ ফসকে বলেন, “দেশের উন্নয়নের কারিগর হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।” 

মুহূর্তেই আবদুল হাইয়ের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান জানান, দলের সভায় রেজুলেশন করে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হলে দলের সভাপতি শেখ হাসিনাই পারবেন স্থায়ী বহিষ্কার করতে।

পদ হারানো আবদুল হাই বলেন, “আমি তৃণমূল আওয়ামী লীগের কর্মী। ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভায় মুখ ফসকে যা বলেছিলাম তাৎক্ষণিক সরি বলে সঠিকটা বলেছি। তারপরও কেউ ব্যক্তিগত রেষারেষিতে আমাকে পদ থেকে যদি অব্যাহতি দেয় সেটাতে আমার বলার কিছু নেই।”

Link copied!