• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় সিলেটে আবারও সর্বোচ্চ মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০১:২৫ পিএম
করোনায় সিলেটে আবারও সর্বোচ্চ মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১১ আগস্ট করোনায় এক দিনে সমানসংখ্যক মৃত্যু দেখেছিল সিলেট বিভাগ।

এক দিনে মারা যাওয়া এই ২২ জনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এটি জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৭৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে সিলেটে সুস্থ হয়েছেন ৫৯৭ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন করোনায় আক্রান্ত রোগী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৪৭৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২০। তাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭৫ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৩৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৪৭৮ জন করোনায় আক্রান্ত রোগীর ১৫০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলার ৮৮ জন, হবিগঞ্জ জেলার ৩১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৫৯ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে বৃহস্পতিবার দৈনিক শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ। যার ২৬ দশমিক ৭৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৪৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৯ দশমিক ৭৮ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ২২ জন রোগী। তাদের ১৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন সুনামগঞ্জ জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জন রোগী করোনায় মারা গেছেন।

এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা হলো ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন করোনায় আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৪ জন, ২ জন সুনামগঞ্জে, হবিগঞ্জ জেলায় ৩ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭৪ জন। এর মধ্যে শুধু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬০ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪১৭ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ২৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

একই সময়ে সিলেট বিভাগে নতুন করে আরও ৫৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৪০৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪৪ জন সুনামগঞ্জের, ৪৭ জন হবিগঞ্জের ও ৯০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৯ হাজার ৪২ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৮০৭ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩৪৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৬ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৪৯১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৩৭৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

Link copied!