ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা ব্যতিক্রম ছিল রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার কাছে। এই ম্যাচই তাকে হাতছানি দিচ্ছিল ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করার। সুযোগ পেয়ে আর ভুল করলেন না রিয়ালের এই ফরাসি এই তারকা।
শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনশত গোলের মাইলফলক স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড। এই ৩৪ বছর বয়সী তারকা চার নম্বর খেলোয়াড় যিনি স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩০০-এর বেশি গোল করতে সমর্থ হন। তার দল ম্যাচ জিতে নেয় ৪-১ গোলের ব্যবধানে।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৩০০ গোলের ক্লাবে ঢুকলেন বেনজেমা। স্প্যানিশ ক্লাবটির ৩০০-এর বেশি গোল করা বাকি তিন তারকা হলেন পর্তুগিজ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫১), স্প্যানিশ রাউল গনসালেস (৩২৩) ও প্রয়াত আলফ্রেডো ডি স্টেফানো (৩০৮)।