• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

১৩ বছরেই অলিম্পিকে স্বর্ণজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১২:৫৩ পিএম
১৩ বছরেই অলিম্পিকে স্বর্ণজয়

অলিম্পিকের ৩২ তম আসরে স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জিতেছে জাপানের মোমিজি নিশিয়া। ১৩ বছর বয়সে অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্বর্ণপদকজয়ীর রেকর্ড গড়েছেন তিনি।

বিবিসি জানায়, সোমবার টোকিওতে মেয়েদের স্কেটবোর্ডিংয়ে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছেন এই তরুণী।

এছাড়াও আরেক ১৩ বছর বয়সী ব্রাজিলের রায়সা লিয়াল রৌপ্যপদক ও জাপানের ১৬ বছরের ফুনা নাকায়মা ব্রোঞ্জ জিতেছেন।

গড়ে ১৪ বছর ১৯১ দিন বয়সী এই তিন পদকজয়ী সম্মিলিতভাবেও অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সীদের বিজয়ের মঞ্চ তৈরি করেছেন।

১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রের মার্জুরি গেস্ট্রিং ১৩ বছর ২৬৭ দিন বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ অলিম্পিক স্বর্ণপদকজয়ীর রেকর্ড গড়েন। মার্জুরির চেয়ে মাত্র ৬৩ দিনের ছট ছিলেন নিশিয়া।

Link copied!